ঢাবি শিক্ষার্থী অয়নকে বাঁচাতে বন্ধুদের কনসার্ট

জটিল হৃদরোগে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অয়ন ভট্টাচার্যের চিকিৎসাসেবার সহযোগিতার লক্ষ্যে কনসার্ট করেছেন বন্ধু ও সহপাঠীরা।
আজ শুক্রবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে টিএসসির পায়রা চত্বরে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘কনসার্ট ফর অয়ন’ নামে এই চ্যারিটি শো অনুষ্ঠিত হয়। দু’দিনব্যাপী এই কনসার্ট চলবে আগামীকালও।
কনসার্টের প্রথমদিনে শিরোনামহীন, আপেক্ষিক, মেট্রোলাইফ, বে অব বেঙ্গল ও কৃষ্ণপক্ষসহ দেশের স্বনামধন্য ব্যান্ডসমূহ বিনা পারিশ্রমিকে তাদের শিল্প প্রদর্শন করেন। শিক্ষার্থীরাও উপভোগের পাশাপাশি অনুদান বক্সে অয়নের জন্য তাদের সহযোগিতা প্রদান করেন।
এ আয়োজনের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী জয় বলেন, সম্প্রতি আমাদের সহপাঠী অয়ন জটিল হৃদরোগে ভুগছেন। বিদেশে চিকিৎসার জন্য অনতিবিলম্বে ৩৫ লাখ টাকা প্রয়োজন। তার চিকিৎসায় এত টাকা খরচের সক্ষমতা তার পরিবারের নেই। এজন্যই মূলত এই অনুষ্ঠানের আয়োজন। এই কনসার্টের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান-সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা অয়নকে বাঁচাতে পারব বলে আশা করছি।
তিনি আরও বলেন, একইসঙ্গে আমরা টিএসসিতে একটি অস্থায়ী আর্ট ক্যাম্পও স্থাপন করেছি। এই আর্ট বিক্রির সম্পূর্ণ টাকাও খরচ করা হবে অসুস্থ অয়নের চিকিৎসার জন্য। সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।
কনসার্টে যুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অভিনেতা সাজু খাদেম বলেন, অয়নকে বাঁচাতেই এই কনসার্টের আয়োজন। সবার নিকট অনুরোধ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। যাতে অয়ন ফিরে এসে আমাদের সাথে কনসার্টে যোগ দিতে পারে। এমন মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্ববোধ হচ্ছে। আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
এ বিষয়ে শিরোনামহীন ব্যান্ডের প্রধান জিয়া রহমান বলেন, অয়ন ভট্টাচার্য চারুকলার অনুষদের ছাত্র-আর্টিস্ট। তিনি খুবই অসুস্থ। তার জন্যই করা এ আয়োজনে আমরা যুক্ত হয়েছি। আমরা সবাই বিনা-পারিশ্রমিকে গান গাওয়ার পাশাপাশি সহযোগিতাও করেছি। আমাদের বন্ধু, সহপাঠীর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
অয়নের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা
১. অয়ন ভট্টাচার্য
সঞ্চয়ী হিসাব নম্বর: ১৮–১৩৭৬৫২৪–০১
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বসুন্ধরা শাখা
২. বিকাশ রঞ্জন কর্মকার (অয়নের ভগ্নিপতি)
সঞ্চয়ী হিসাব নম্বর: ১১৩১২৬০০০১৪২৯
ইস্টার্ন ব্যাংক লিমিটেড, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা
৩. বিকাশ নম্বর: ০১৬৮৭০৯৬০৪৭
এইচআর/এইচকে