ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ফল প্রকাশ বুধবার

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি

১৬ নভেম্বর ২০২১, ০৬:২৬ পিএম


ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ফল প্রকাশ বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল বুধবার (১৭ নভেম্বর) দুপুরে প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  

মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১২ নভেম্বর ‘গার্হস্থ্য অর্থনীতি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৬৫৫টি আসনের জন্য লড়েছেন ৯ হাজার ৪৫১ জন ভর্তিচ্ছু।

ঢাবির স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের অধীনে গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিকস, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ এবং আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সে সর্বমোট ২ হাজার ৬৫৫টি আসন রয়েছে।

গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে স্নাতকের (সম্মান) নির্ধারিত বিষয়গুলো হলো- খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য), বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প (শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য), সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনরশিপ, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক, শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা।

এইচআর/আইএসএইচ

Link copied