জাবির এ ইউনিটের ফল প্রকাশ

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি

২৩ নভেম্বর ২০২১, ০৪:৫৮ পিএম


জাবির এ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ছাত্র ও ছাত্রীদের আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ছাত্রদের ২১০ ও ছাত্রীদের ২০০ আসনের বিপরীতে ১০ গুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

গত ২১ ও ২২ নভেম্বর ১০ শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৮ হাজার ২০২ জন ভর্তিচ্ছু আবেদন করলেও পরীক্ষায় ৩৪ হাজারের মতো ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। এর মধ্যে ২১ হাজারের মতো পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি প্রক্রিয়া আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (juniv-admission.org) থেকে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।

মো. আলকামা/আরআই

Link copied