বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভিসি ড. নাছিম আখতারের শ্রদ্ধা

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

৩০ জানুয়ারি ২০২১, ০৪:৫২ পিএম


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভিসি ড. নাছিম আখতারের শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার।

শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন তিনি।

উপাচার্য সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় উপাচার্যের সাবেক কর্মস্থল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের উদ্দেশ্যে ২০২০ সালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হয়।

গত ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি ডুয়েটের শিক্ষক অধ্যাপক ড. নাছিম আখতারকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নিয়োগ দেন।

জেডএস

Link copied