বিজয় দিবসে লাল-সবুজের সাজে জবি

মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে লাল-সবুজ আলোয় সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
বুধবার (১৫ ডিসেম্বর) সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রধান ফটক কেন্দ্রীয় শহীদ মিনার, ভাষা শহীদ রফিক ভবন, প্রশাসনিক ভবনসহ কয়েকটি ভবন লাল-সবুজ আলোয় সাজানো হয়েছে।
জবিতে বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে মধ্যে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর জাতীয় স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সন্ধ্যা সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ে স্থাপিত মুজিব মঞ্চে সমাবেত সংগীত ও চলচ্চিত্র (মুক্তির গান) প্রদর্শন করা হবে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ক্যাম্পাসে স্থাপিত মুজিব মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, উদীচী (জবি সংসদ), জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র ও মুক্তমঞ্চের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় মুজিব মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডদলগুলোর উদ্যোগে সংগীতানুষ্ঠান পরিবেশিত হবে।
রোববার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মুজিব মঞ্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে নাটক প্রদর্শিত হবে।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় মুজিব মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি হবে।
এমটি/ওএফ