বিজয় দিবসের র্যালিতে শাবি ছাত্রলীগের হাতাহাতি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব ও মহান বিজয় দিবসের র্যালিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসের র্যালিতে সামনে আসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
এর আগেও বিভিন্ন সময়ে মিছিলের সামনে আসাকে কেন্দ্র করে প্রায়ই ধাক্কাধাক্কি করতে দেখা যায় নেতাকর্মীদের। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব ও মহান বিজয় দিবসেও হাতাহাতি ও ঠেলাঠেলির ঘটনা ঘটে।
এদিকে আজ বিজয় মিছিলের শুরুতে সামনে আসাকে কেন্দ্র করে প্রথমে শাহপরান হলের সামনে কথা কাটাকাটি হয় নেতাকর্মীদের মাঝে। এরপর মিছিলটি শাহপরান হল থেকে শুরু হয়ে গোল চত্বর প্রাঙ্গণে এলে পেছন থেকে ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী সামনের দিকে আসতে চায়। এ নিয়ে মিছিলের সামনের দিকে থাকা নেতাকর্মীদের সাথে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রুপ নেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন গ্রুপের কর্মীরা মিছিলের সামনে আসতে চেষ্টা করলে সাবেক উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী তাদেরকে বাধা দেন। এরপর ইমরান আহমেদ চৌধুরীর গ্রুপের নেতাকর্মীদের সাথে সাব্বির হোসেন গ্রুপের নেতাকর্মীদের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এ সময় অন্যান্য গ্রুপের কর্মীদেরকেও ধস্তাধস্তি করতে দেখা যায়।
এতে গনিত বিভাগের আনিসুর রহমান আনাস, ফরেস্ট্রি অ্যান্ড অ্যাভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সাজ্জাদ হোসেন, সমুদ্র বিজ্ঞান বিভাগের রিশান তন্ময়, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সুমন সরকার, রুবেল মিয়া, লোক প্রশাসন বিভাগের মাহবুবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সাদ্দাম হোসেন পিয়াস, একই বিভাগের শফিউল হক রাব্বি ও রাজিব সরকারসহ আরও বিভিন্ন নেতাকর্মীকে ধস্তাধস্তি করতে দেখা যায়।
এ বিষয়ে জানতে প্রক্টর ড. আলমগীর কবীরকে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।
জুবায়েদুল হক রবিন/আরআই