বুয়েটে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২২, ০৮:২৩ পিএম


বুয়েটে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আগামী ১৫ জানুয়ারি থেকে সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বুধবার (১২ জানুয়ারি) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৫ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই-২০২১ টার্মের সকল লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিওরি ক্লাস, ক্লাস টেস্ট এবং ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

করোনার দীর্ঘ ছুটির পর গত বছরের ১০ নভেম্বর থেকে বুয়েটের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। পরে ১৩ নভেম্বর থেকে সশরীরে পাঠদান শুরু করে বিশ্ববিদ্যালয়টি।

এর আগে গত ৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এএজে/এসকেডি

Link copied