বুয়েটে করোনার থাবা, আক্রান্ত ২৪ শিক্ষার্থী

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি ২০২২, ০৩:১১ পিএম


বুয়েটে করোনার থাবা, আক্রান্ত ২৪ শিক্ষার্থী

অডিও শুনুন

করোনাভাইরাসের থাবা পড়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির আট হলের ২৪ শিক্ষার্থী কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সংক্রমণ বেড়েছে। এখন পর্যন্ত আট হলের ২৪ শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি।

সংক্রমণ বৃদ্ধির কারণে হল বন্ধ করে দেওয়া হবে কি না— জানতে চাইলে তিনি বলেন, একদম খারাপ অবস্থা না হলে হল খোলা রাখা হবে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল শনিবার থেকে বুয়েটে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। এর আগে ১২ জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় প্রশাসন। সেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই- ২০২১ টার্মের সব লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেস্ট ও ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

এএজে/এমএআর/

 

Link copied