সীমিত পরিসরে খোলা থাকবে ঢাবির অফিস

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২১ জানুয়ারি ২০২২, ০৩:১১ পিএম


সীমিত পরিসরে খোলা থাকবে ঢাবির অফিস

মন্ত্রিপরিষদ থেকে জারি করা প্রজ্ঞাপনের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে শিক্ষা কার্যক্রম ২১ জানুয়ারি ২০২২ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতায় অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো সীমিত পরিসরে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। যথারীতি অব্যাহত থাকবে জরুরি পরিসেবাগুলো (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি)।

শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করা হয়।

এইচআর/এমএইচএস

Link copied