শাবির অভ্যন্তরীণ টিলায় আগুন

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, শাবি

২৯ জানুয়ারি ২০২২, ১০:২৭ পিএম


শাবির অভ্যন্তরীণ টিলায় আগুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হল সংলগ্ন একাধিক টিলায় আগুন দেওয়া হয়েছে। এতে পুড়ে গেছে টিলায় রোপণ করা কয়েকশত গাছের চারা।

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় টিলায় আগুন জ্বালানোর ব্যাপারে সতর্ক করে এবং টিলায় আগুন জ্বালানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিবৃতিতে বলা হয়, শনিবার সকাল বেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিলাগুলোতে কে বা কারা আগুন দিয়ে গাছের চারা পুড়িয়ে দেয়। একদিকে আগুন নেভানোর পর অন্য দিকে আগুন দেওয়া হয়। আগুন লাগানোর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এভাবে আগুন ধরানোর ফলে বিশ্ববিদ্যালয়ের বনজ সম্পদের ক্ষতি হচ্ছে। তাছাড়া এ ধরনের আগুন থেকে বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং তা বিপর্যয়ের কারণ হতে পারে।

তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ টিলায় আগুন জ্বালানোর ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার জন্য এবং এসব থেকে বিরত থাকতে অনুরোধ করা যাচ্ছে। বিবৃতিতে ক্যাম্পাসে এ বছর ৩০ হাজার চারা রোপণ করা হয়েছিল বলে জানানো হয়।

জুবায়েদুল হক রবিন/আরআই

Link copied