ট্রাকচাপায় নারীর হাত বিচ্ছিন্ন

টাঙ্গাইলের ভূঞাপুরে বালুবাহী ট্রাকচাপায় চায়না বেগম (৫০) নামে এক নারীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের উপজেলার বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চায়না বেগম ঘাটাইল উপজেলার দেউলিয়াবাড়ী ইউনিয়নের পাকুটিয়া চকপাড়া গ্রামের আবেদ আলীর স্ত্রী।
আহত নারীর জামাই কাবিল জানান, একটি মাহিদ্র গাড়িতে করে বঙ্গবন্ধু সেতুতে পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছিলাম। এ সময় বেপরোয়া একটি বালুবাহী ট্রাক মাহিন্দ্র গাড়িটিকে অতিক্রম করার সময় চাপা দেয়। এতে চায়না বেগমের হাত দ্বিখণ্ডিত হয়ে একটি অংশ সড়কে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, অবৈধ বালু ঘাটের ট্রাকগুলো সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। এতে প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে।
ভূঞাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই ) ফাহিম ফয়সাল জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন।
অভিজিৎ ঘোষ/আরএআর