এতিম মুক্তিকে মুক্ত করলেন মামুন বিশ্বাস

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধুমধাম করে মুক্তি নামে এক বুদ্ধি প্রতিবন্ধী এতিম মেয়েকে বিয়ে দিয়েছেন দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মানবতাবাদী ও পরিবেশকর্মী মামুন বিশ্বাস।
বাবা-মা হারা মেয়েটি আজ লাল শাড়িতে নববধূর সাজে শ্বশুর বাড়ি গেলেন। এমন আয়োজনে আবেগ-আপ্লুত হয়ে পড়েন তার স্বজনরা। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুক্তির দাদি ও তার তাঁতশ্রমিক চাচা জাহাঙ্গীর। তাদের চোখে-মুখেও ছিল আনন্দ-উচ্ছ্বাস!
এতিম মুক্তি শাহজাদপুর উপজেলার বেলতৈল গ্রামের মৃত আল মাহমুদের মেয়ে। পরিবারের দুই সন্তানের মধ্যে মুক্তি বড় ও তার এক ছোট ভাই রয়েছে। মুক্তি জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন মামুন বিশ্বাস।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উল্লাপাড়ায় মুক্তির ফুফুর বাড়ি থেকে মুক্তির বিয়ে সম্পন্ন হয়। এছাড়াও উল্লাপাড়া সোমা বিউটি পার্লার স্বপ্রণোদিত হয়ে বিনামূল্যে মুক্তিকে সাজিয়ে দিয়েছে বলেও জানান মামুন বিশ্বাস।
মুক্তির বাবা মারা গেছেন প্রায় ১৪ বছর আগে। এর দুই বছর আগে তার বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এর পরের বছর স্বামীকে তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে করেন মুক্তির মা। তখন থেকেই মুক্তি তার দাদি যোবেদা ও চাচা জাহাঙ্গীরের অভাবের সংসারে বেড়ে ওঠে।
এরই মধ্যে দাদি ও চাচা মুক্তির বিয়ে ঠিক করেন উল্লাপাড়া উপজেলার কুমড়া গ্রামের এরশাদের সঙ্গে। বিয়ে ঠিক করলেও জাহাঙ্গীরের কাছে ছিল না মুক্তিকে বিয়ে দেওয়ার মতো টাকা। ঠিক তখনই তাদের পাশে দাঁড়িয়ে আশ্বস্ত করেন মামুন বিশ্বাস।
দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মানবতা ও পরিবেশ কর্মী মামুন বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, মেয়েটির বিয়ে ঠিক হওয়ার পর তার চাচা জাহাঙ্গীর আমার কাছে আসেন। পরে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সেখান থেকে ফেসবুক বন্ধুদের মাধ্যমে ৭২ হাজার টাকা সংগ্রহ করি। সেই টাকা দিয়েই মুক্তির গহনা, বিয়ের বাজার, পোশাক, লেপতোষক কিনি এবং বাকি নগদ টাকা তাদের হাতে তুলে দেই।
তিনি মুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করার পাশাপাশি ফেসবুক বন্ধুদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শুভ কুমার ঘোষ/এমএএস