স্কুলছাত্রী অপহরণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী অপহরণ মামলায় নবনির্বাচিত এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১ মার্চ) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্যের নাম জামরল ইসলাম মণ্ডল (৪৯)। তিনি বাহাদুরপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামের সিরাজুর ইসলাম মণ্ডলের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি রাতে সপ্তম শ্রেণিপড়ুয়া স্কুলছাত্রী তার নিজ বাসা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) ওই ছাত্রীর বাবা বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইউপি সদস্য জামরুল ইসলামকে অভিযুক্ত করে একটি অপহরণ মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে আজ সকালে আসামি জামরুল ইসলাম মণ্ডলকে গ্রেফতার করে।
উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
মীর সামসুজ্জামান/এনএ