পরিবারের অমতে বিয়েই কি কাল হলো তরুণীর?

বছর তিনেক আগে পরিবারের অমতে বিয়ে করেছিলেন হোসনে আরা প্রান্তি নামের রাজশাহীর পুঠিয়ার এক তরুণী। শনিবার (৫ মার্চ) সকালে উপজেলা সদরের গণ্ডগোহালী এলাকার একটি আমবাগানে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
প্রান্তি গণ্ডগোহালী এলাকার হাসানুজ্জামান বাবুর মেয়ে। বাড়ি থেকে পালিয়ে উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে জিয়ারুল ইসলামকে বিয়ে করেছিলেন তিনি। সেই বিয়েতে মত ছিল না কোনো পরিবারেরই। পরিবারের অমতের এই বিয়েই তার কাল হলো কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
খবর পেয়ে তরুণীর মরদেহ উদ্ধারে যান পুঠিয়া থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বাড়ির পাশের আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া গেছে। পায়ে সামান্য আঘাতের চিহ্ন ছিল। এছাড়া নাক-মুখে ধুলো লেগে ছিল।
তিনি বলেন, প্রান্তি কয়েক দিন আগে দাদার বাড়ি বেড়াতে আসে। ফজরের নামাজের সময় দাদা আমগাছে তাকে ঝুলন্ত অবস্থায় পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, তরুণীর বাবা-মা, দাদা-দাদি এবং ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা জানিয়েছেন, কয়েকদিন আগে প্রান্তির স্বামী তাকে তালাক দিয়েছেন। তাদের ধারণা এ কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি।
কিন্তু স্বজনরা পুলিশকে তালাকের নথিপত্র দেখাতে পারেননি। এ নিয়ে দাদা বাদি হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন। পুলিশও আইনত ব্যবস্থা নিচ্ছে বলে জানান ওসি।
ফেরদৌস সিদ্দিকী/এইচকে