প্রেমের বিয়ের পরিণতি তালাক, ছাত্রাবাসে ঝুলছে ছাত্রের মরদেহ

কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ভোকেশনাল মোড় এলাকায় অর্ণব ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মৃত্যুঞ্জয় রায় (২৪)। তিনি কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ পর্বের শিক্ষার্থী। বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন মৃত্যুঞ্জয়। তবে শ্বশুরবাড়ির লোকজন এ বিয়ে মেনে নেয়নি। নিহতের শাশুড়ি আইনজীবী হওয়ায় বিষয়টি পরবর্তীতে আইনি জটিলতায় গড়ায়। শেষ পর্যন্ত মেয়েকে তালাকের মাধ্যমে ফিরিয়ে নেওয়া হয়। ওই ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
অর্ণব ছাত্রাবাসের কন্ট্রোলার আরিফুল ইসলাম বলেন, পলিটেকনিকের পরীক্ষা শেষ হওয়ায় গত বৃহস্পতিবার অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে যায়। ছাত্রাবাসে কেবল তিনজন ছিল। দুপুরে আরেক ছাত্র নাদিম ওয়াজেদ তাকে খাওয়ার জন্য ডাকলেও সাড়া না পেয়ে ঘুমিয়ে আছে ভেবে ফিরে আসে। পরে তিনি (আরিফুল) প্রশিক্ষণ শেষে এসে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। একপর্যায়ে জানালা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর ছাত্রাবাসের মালিক ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা খুলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুড়িগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মমিনুল ইসলাম বাবু/এমজে