প্রধানমন্ত্রীর সহায়তার চেক পেলেন ৫০ সাংবাদিক

গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান ও করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। রোববার (৬ মার্চ) বিকেলে জেলার মুকসুদপুর উপজেলা পরিষদ হলরুমে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের মাঝে চেক প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি।
গোপালগঞ্জ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কমিটির সদস্য ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র আতিকুর রহমান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, মুকসুদপুর থানা পুলিশের ওসি আবু বকর মিয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসস) এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হায়দার হোসেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্ত গোপালগঞ্জে কর্মরত ৫০ জনকে ১০ হাজার টাকা করে ৫ লাখ এবং একজনকে ১ লাখ টাকাসহ সর্বমোট ৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
এমএএস