বাগেরহাটে বিনোদন কেন্দ্র থেকে ১৪ বন্য প্রাণী উদ্ধার

বাগেরহাটে বেসরকারি বিনোদন কেন্দ্র সুন্দরবন রিসোর্ট অ্যান্ড পিকনিক কর্নার থেকে ১৪টি বন্য প্রাণী উদ্ধার করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (ডব্লিউএমএনসিডি) খুলনা।
শনিবার (১২ মার্চ) বাগেরহাট সদর উপজেলার বারাকপুরে অবস্থিত পার্কটি থেকে নোনা পানির কুমির, বানর, বন বিড়ালসহ বিভিন্ন প্রজাতির এসব প্রাণী উদ্ধার করা হয়।
উদ্ধার করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে, ২টি লোনা পানির কুমির, ৬টি বানর, ২টি গুইসাপ, ২টি বন বিড়াল এবং একটি অজগর (পাইথন) ও একটি মেছো বিড়াল।
পার্ক কর্তৃপক্ষ স্বেচ্ছায় প্রাণীগুলোকে হস্তান্তর করায় তাদের কোনো জরিমানা করা হয়নি বলে জানিয়েছে বন বিভাগ। তবে হরিণ, ময়ূর ও ইমুপাখি লালন-পালনের জন্য সুন্দরবন রিসোর্ট অ্যান্ড পিকনিক কর্নার বন বিভাগের কাছে আগেই আবেদন করায় পার্কে থাকা ওই প্রাণীগুলো জব্দ করা হয়নি।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী বলেন, অবৈধভাবে ১৪টি বন্য প্রাণী ওই পার্কটিতে রাখা হয়েছিল। পার্ক কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পেরে বন বিভাগের কাছে হস্তান্তরের জন্য আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা প্রাণীগুলো উদ্ধার করেছি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা কার্যালয়ের পক্ষ থেকে আমাদের কাছে ১৪টি বন্য প্রাণী দেওয়া হয়েছে। এগুলো সুস্থ রয়েছে। প্রাণীগুলোকে আমরা বনে অবমুক্ত করেছি।
তানজীম আহমেদ/এনএ