চিকিৎসকের অবহেলায় স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ

গাইবান্ধায় চিকিৎসকের অবহেলায় হাসিবুর (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধা জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৌখিকভাবে অভিযোগ করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ হাসিবুরের পরিবারের সদস্যদের মারধর করেছে বলে অভিযোগ করেছেন মৃতের স্বজনরা।
নিহত হাসিবুর গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের বেপারী পাড়ার বকুল মিয়ার ছেলে। সে সদরেরর দাড়িয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, হাসিবুর বিকেলে খেলা শেষ করে বাড়ি ফিরে। এ সময় সে মা হাজেরা বেগমকে শরীর খারাপ লাগার কথা জানায়। এরপর হাসিবুরকে তার স্বজনরা গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজন পাল প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসিবকে সাধারণ বেডে ভর্তি করাতে বলেন। এরপর হাসিবের অবস্থার উন্নতি না হওয়ায় রাত সাড়ে ৮টার দিকে শরীরে ইনজেকশন পুশ করেন দায়িত্বরত চিকিৎসক। ইনজেকশন দেওয়ার পর পরই হাসিবের নাক মুখ দিয়ে রক্ত বের হয়। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
এ ব্যাপারে গাইবান্ধা জেলা হাসপাতালর আবাসিক মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ বলেন, চিকিৎসকের ভুল চিকিৎসা এবং রোগীর স্বজনদের মারধরের অভিযোগ সত্য নয়।
গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান ঢাকা পোস্টকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপন আকন্দ/এসপি