বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ১০২ পাউন্ডের কেক বানালেন কলেজছাত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০২ পাউন্ডের একটি কেক বানালেন বরগুনার কলেজছাত্রী ফারজানা জাহান তৌমি। কেকটি বানাতে পুরো একদিন সময় লেগেছে তার। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকেই এই আয়োজন বলে জানান তিনি।
ফারজানা জাহান তৌমি বরগুনা পৌর শহরের পুলিশ লাইন্স এলাকার কাজী মাহবুবুর রহমানের মেয়ে। দুই বোনের মধ্যে তৌমি ছোট। তিনি ২০১৭ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে। বর্তমানে তিনি কম্পিউটার টেকনোলজি বিভাগের অষ্টম সেমিস্টারের ছাত্রী।
করোনার শুরুর দিকে লকডাউনের সময় অনলাইনে ফুড আইটেম বিক্রি শুরু করেন ফারজানা জাহান তৌমি। এরপর মায়ের কাছ থেকে কেক বানানো শিখে ফেসবুকে ‘কেক ক্রাফট’ নামে একটি পেজ খুলে চালান ফুড সার্ভিস। জন্মদিন, বিবাহবার্ষিকীসহ সব সামাজিক আয়োজনে সুনাম কুড়িয়েছে তৌমির কেক। এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে টানা একদিনের প্রচেষ্টায় ১০২ পাউন্ডের কেক তৈরি করেছেন তিনি।
ফারজানা জাহান তৌমি বলেন, বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয়নি। তার সম্পর্কে শুনে এবং বই পড়ে তাকে জেনেছি। আজ তার ১০২তম জন্মবার্ষিকী, তাই বঙ্গবন্ধুকে উৎসর্গ করে কেকটি বানিয়েছি। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ১০৩ পাউন্ডের কেক বানাতে চাই।
তৌমির মা নাজমা রহমান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে আমার ছোট মেয়ে ১০২ পাউন্ডের কেক বানিয়েছে। এতে আমি গর্বিত।
তিনি বলেন, প্রথমে যখন তৌমি অনলাইনে কেক বিক্রি করত, তখন বিষয়টি আমি সহজভাবে নিতে পারিনি। পরে যখন ওর বানানো কেক সাড়া ফেলতে শুরু করল, তখন আমি আর ওকে আটকাইনি। এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকীতেও ৭৫ পাউন্ডের কেক বানিয়ে সাড়া ফেলেছিল সে।
পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে তৌমির বানানো কেকটি কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
আরএআর