বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে বিশ্বের দশম অবস্থানে বাংলাদেশ : হানিফ

‘আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নযজ্ঞ চলাচ্ছে। দেশের রিজার্ভ বেড়েছে, মানুষের মাথাপিছু আয় বেড়েছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে বিশ্বের দশম অবস্থানে এখন বাংলাদেশ। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেলের মতো উন্নয়নকাজ চলছে। তবু বিএনপি নেতারা চোখে উন্নয়ন দেখেন না, তারা প্রতিদিন মিথ্যাচার করে যায়।
সোমবার (২১ মার্চ) রাঙামাটি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সোমবার (২১ মার্চ) সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বরের পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাহবুব উল আলম হানিফ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। প্রতিনিধি সভায় ইউনিয়ন, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, বিএনপি ক্ষমতাকালীন আমাদের ভিক্ষুকের জাতি বানিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার আগে দেশে সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ছিল। আর এখন ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ২০৩০ সালে যা ৩০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে ৩৬ কোটি বই পৌঁছে দেওয়া হচ্ছে। যেখানে দেশের রেমিট্যান্স ৮ বিলিয়ন ডলার ছিল তা বেড়ে এখন ৩২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
মাথাপিছু আয় বেড়েছে জানিয়ে হানিফ বলেন, দেশের রপ্তানি যেখানে ৮ বিলিয়ন ছিল, সেখানে রপ্তানি এখন ৫০ বিলিয়ন ডলার চাড়িয়ে গেছে। আওয়ামী লীগ সরকার আসার আগে মাথাপিছু আয় ছিল ৬০০ ডলার, যা এখন মাথাপিছু ২৬০০ ডলার। ২০৩১ সালের মধ্যে আমরা মধ্যম এবং ২০৪১ সালে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব।
প্রতিনিধি সভায় অন্য বক্তারা বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। কোনো অপশক্তিই দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। একই সঙ্গে পার্বত্যাঞ্চলে আঞ্চলিক দলগুলোর কাছে তাদের অসহায়ত্বের কথা প্রকাশ করে অবৈধ অস্ত্র উদ্ধারের জোর দাবি জানান বক্তারা।
মিশু মল্লিক/এনএ