শাশুড়ি-পুত্রবধূ ঝগড়া, ছেলের ঘুষিতে প্রাণ গেল মায়ের

ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে ছেলের কিল-ঘুষিতে হাফিজা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ছেলে ও তার স্ত্রী পলাতক। সোমবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামের পালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হাফিজা খাতুন ওই এলাকার মৃত জবান আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টার দিকে হাফিজা খাতুন ও তার পুত্রবধূর মধ্যে ঝগড়া হয়। বিষয়টি ছেলে আব্দুল মান্নান (৫৫) জানতে পেরে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা মাকে কিল-ঘুষি মারেন। এতে মা হাফিজা মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনার পর থেকে ছেলে মো. আব্দুল মান্নান ও তার স্ত্রী হাজেরা খাতুন (৪০) পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উবায়দুল হক/আরআই