ডিভাইডারে ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

গাজীপুরে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাড়কের বাসন থানাধীন পেয়ারাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানাধীন জরুন মিরপুর এলাকার কালু শেখের ছেলে ওষুধ ব্যবসায়ী আব্দুল আজিজ (৩৮) ও একই এলাকার কাপড় ব্যবসায়ী আল আমিন (৩২)।
জিএমপির বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. নাহিদ জানান, আল আমিন ও আজিজ কোনাবাড়ি থেকে মোটর সাইকেলযোগে ভোগড়া এলাকায় যাচ্ছিলেন। তারা বেপরোয়া গতিতে যাওয়ার পথে পেয়ারাবাগান এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মহাসড়কের ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে।
এতে তারা দুইজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই নিহত হন। লাশ দুটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মিলটন খন্দকার/এমএসআর