যশোরে মহিলা লীগ নেত্রী মহুয়া গ্রেপ্তার

যশোরের মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত সোহরাব আলী খানের মেয়ে।
সোমবার রাতে মহুয়াকে আদালতে সোপর্দ করা হলে বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল হক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই ইলিয়াস হোসেন জানান, আটক মহুয়ার বিরুদ্ধে জেলা বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ সংক্রান্ত মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই মামলায় তাকে আদালতে উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর আগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেও তিনি ব্যাপক আলোচনায় আসেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলের পক্ষে ফেসবুকে সরব ছিলেন তিনি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতেন মহুয়া।
গ্রেপ্তার মহুয়ার দাবি, পুলিশ পরিদর্শক হিরন্ময়ের সাথে তার একটি বিষয় নিয়ে সমস্যা ছিলো। সেই বিষয়ে সোমবার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসারের অফিসে তাকে ডাকা হয়। সেখান থেকে আলোচনা শেষে বের হতেই ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রেজওয়ান বাপ্পী/এমটিআই