১২ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন সিলেট

সিলেটের কুমারগাঁও পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) উপকেন্দ্রে দুর্ঘটনায় এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত শ্রমিকের নাম জানা যায়নি। এ ঘটনায় বিদ্যুৎহীন রয়েছে সিলেট নগর, দক্ষিণ সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি এসব এলাকায়।
যদিও গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানায়, সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা সাত ঘণ্টা সিলেট নগরের সব এলাকা ও দক্ষিণ সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে সঞ্চালন লাইন সংস্কারের সময় দুর্ঘটনায় এক শ্রমিক গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শ্রমিক মারা গেছেন এমন খবর অন্য শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা কাজ বন্ধ করে দেন। পরে তারা আবার কাজ শুরু করেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) খন্দকার মোকাম্মেল হোসেন ঢাকা পোস্টকে বলেন, লাইনে কাজ করার সময় এক শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিককে চিকিৎসা দেয়া হচ্ছে। অনেকে আহত শ্রমিকের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়াচ্ছেন। তা ঠিক নয়।
তবে দুর্ঘটনার কারণ জানাতে পারেননি খন্দকার মোকাম্মেল হোসেন। বিদ্যুৎ কখন আসবে জানতে চাইলে তিনি বলেন, আমরা কাজ করছি। কাজ শেষে বিদ্যুৎ আসবে।
এর আগে কুমারগাঁও পাওয়ার গ্রিড কোম্পানির উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ নভেম্বর বেলা ১১টা থেকে ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল সিলেট।
এএম