অফিস সহকারীকে মারধর, তিনজনকে বহিষ্কারের সুপারিশ

ছাত্রলীগ নেতার কথামতো প্রত্যায়নপত্র না দেওয়ায় অফিস সহকারীকে মারধরের ঘটনায় তিনজনকে বহিষ্কারের সুপারিশ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় হামলাকারী তিনজনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে এই ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ প্রকৌশলী রুহুল আমিন। তিনি বলেন, প্রত্যয়ন না দেওয়ায় অফিস সহকারী শহিদুলকে মারধরের ঘটনায় থানায় মামলা দিয়েছেন হামলার শিকার শহিদুল। এ ছাড়া হামলাকারীদের বহিষ্কারের সুপারিশ কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
অফিস সহকারী শহিদুল ইসলাম জানিয়েছেন, ৩০ মার্চ (বুধবার) রফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী এসে আমাকে জানান ছাত্রলীগ নেতা সৈয়দ শাহরুল ইসলাম তাকে (রফিকুল ইসলাম) প্রত্যয়নপত্র দিতে বলেছেন। আমি তাকে বলেছি, প্রত্যয়নত্র অফিস সহকারী দিতে পারেন না। দিবেন অধ্যক্ষ স্যার। এর কিছুক্ষণ পরে শাহরুল, তানভির, টিপু, রফিকুলসহ ৭/৮ জন মিলে আমাকে রুমে টেকে মারধর করেন।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, পলিটেকনিক ইনিস্টিটিউটে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সৈয়দ মেহেদী হাসান/আরআই