চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম হেরোইন বহনের দায়ে একজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম আসামির অনুপস্থিতে এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মো. মোহবুল ওরফে কালু।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম।
এপিপি আঞ্জুমান আরা বেগম বলেন, ২০১৮ সালের ৩ জানুয়ারি দুপুর পৌনে ২টার সময় জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া হায়াত মোড়-দেবীনগর সড়কের একরামুল হকের আমবাগানে অভিযান পরিচালনা করে র্যাব। পরে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কালুকে হেরোইনসহ আটক করে।
এ সময় তার হাতে থাকা একটি নীল ব্যাগ থেকে একটি প্যাকেটের মধ্যে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম ২০১৮ সালের ২ ফেব্রয়ারি তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার বিচারক এ রায় প্রদান করেন।
মো. জাহাঙ্গীর আলম/আরআই