১১ পদের ১০টিতে আওয়ামী সমর্থিতরা জয়ী

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত বাবলু-খোকন প্যানেল। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন উপপরিষদের সদস্য ওবায়েদুল্লাহ সাজু।
তিনি বলেন, সুষ্ঠু পরিবেশে বৃহস্পতিবার ভোটগ্রহণ সম্পন্ন হয়। ৮৮৬ ভোটারের মধ্যে ৭৪৮ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়ে রাত পর্যন্ত চলে। পরে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে আইনজীবী গোলাম মাসউদ বাবলু ৪৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিপরীতে বিএনপি সমর্থিত আইনজীবী নাজিম উদ্দিন আহম্মেদ পান্না পেয়েছেন ২৬৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত রফিকুল ইসলাম খোকন ৪৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিপরীতে বিএনপি সমর্থিত রিয়াজ হোসেন পেয়েছেন ২৫৯ ভোট।
আওয়ামী সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি লীলা রানী চক্রবর্তী ৪১৫ ও মো. সালাউদ্দিন ৪৩২, অর্থ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মিন্টু ৪৬২, যুগ্ম সম্পাদক পদে সুমন চন্দ্র হালদার ৩৯২ ও এসএম আতিকুল ইসলাম রফিক ৪৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
নির্বাহী সদস্য পদে তিনটিতে জয় পেয়েছে আওয়ামী সমর্থিত প্যানেল। তারা হলেন এসএম তৌহিদুর রহমান ৪৫৬, মুহাম্মদ ফিরোজ আলম সিকদার ৪৯৮, মো. শহিদুল ইসলাম খলিফা ৪৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে আব্দুর রহমান চোকদার ৪১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। রহমান চোকদারের বিপরীতে নূর হােসেন ২৮৭ ভোট পেয়ে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে হেরেছেন।
বিএনপি সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে অসীম কুমার বাড়ৈ ২৯৩ ও শেখ মেহেদী হাসান (শাহিন) ২৯৮, অর্থ সম্পাদক পদে আব্দুল মালেক ২৬৭, যুগ্ম সম্পাদক পদে মো. নিজাম উদ্দিন ২৬৯ ও সদস্য পদে মো. শাহ আলম ৩০৩ ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য পদে মো. শাহিন উদ্দিন ২৩৩, মো. হারুন অর-রশিদ ১৯৯ ও কাজী মাহমুদা ৩৬২ ভোট পেয়েছেন।
সৈয়দ মেহেদী হাসান/এএম