পটুয়াখালী-১ আসন থেকে সরে দাঁড়ালেন ইসলামী আন্দোলনের প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি পটুয়াখালী-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে কোনো রাজনৈতিক দল, নাকি স্বতন্ত্র নির্বাচন করবেন তা তিনি এখনো নিশ্চিত করেননি।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এ সময় ইসলামী আন্দোলনের কলাপাড়া উপজেলা কমিটি থেকে অব্যাহতি পাওয়া জেড এম কাওসার, মাওলানা মো. মোস্তাফিজুর রহমান ও মো. আসাদুজ্জামান ইউসুফসহ মুফতি হাবিবুর রহমানের অনুসারীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মুফতি হাবিবুর রহমান বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ইচ্ছা না থাকা সত্ত্বেও মুহতারাম আমির পটুয়াখালী-১ আসনে নির্বাচন করার জন্য আমাকে নির্ধারণ করে দেন। এ কারণে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। স্ট্রোক করে বুঝতে পারি এ অঞ্চল ছেড়ে যাওয়ায় আমার হৃদয়ের রক্তনালী ছিঁড়ে গেছে। তাই ফিরে এসেছি।
তিনি জানান, এমপি নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের পাশে থাকবেন এবং আগামী দিনে তিনি এ অঞ্চলের চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে রুখে দাঁড়াবেন। বর্তমানে যেভাবে তিনি জীবনযাপন করছেন অতিসাধারণ, এর চেয়ে বেশি বিলাসী জীবনযাপন করবেন না, গাড়ি হবে না, বাড়ি হবে না। তিনি যা আছেন তাই থাকবেন।
এর আগে বিকেলে শতাধিক মোটরসাইকেল নিয়ে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় মহড়া দেন মুফতি হাবিবুর রহমান।
এসএম আলমাস/আরএআর