হবু স্বামীকে অপহরণকারী সেই তরুণী গ্রেপ্তার

অপহৃত আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল মিলনের বাগদত্তা রাবেয়া সুলতানা রিতুকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) খুলনার ডুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তাকে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে অপহরণের দায় স্বীকার করে তিনি জবানবন্দি দিয়েছেন। আদালতের বিচারক মঞ্জুল ইসলাম জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাবেয়া সুলতানা রিতু সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের এসএম হারুনুর রশিদের মেয়ে।
যশোর পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, ভুক্তভোগী আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল মিলন সাতক্ষীরার তালা উপজেলার বারুইহাটি গ্রামের এমএ হাকিমের ছেলে। পারিবারিকভাবে রাবেয়া সুলতানা রিতুর সাথে তার বিয়ে ঠিক হয়। কিন্তু রিতুর উচ্চাবিলাসী জীবনযাপনের জন্য মাদকাসক্তসহ নানা অপরাধের সাথে জড়িত হওয়ার বিষয়টি জানতেন না আইনজীবী মিলন।
মিলন গত ৬ ফেব্রুয়ারি দুপুরে খুলনা পাওয়নিয়ার কলেজের সামনে হবু স্ত্রী রিতুর সাথে দেখা করতে আসেন। সেখান থেকে তারা একত্রে ঘুরতে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলন তার বন্ধু হাফিজুরকে ফোন করে বলেন বিপদে আছেন। বন্ধু হাফিজকে টাকার প্রয়োজন বলে মিলন জানানোর পরে হাফিজ তাকে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা মিলনের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে পর্যায়ক্রমে তার বাবা এবং দুলাভাইয়ের ব্যবহৃত মোবাইলে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তাকে মারপিট করে কান্নাকাটির আওয়াজ শোনায়। মুক্তিপণ না দিলে মিলনকে হত্যা করবে বলেও জানায়।
৮ ফেব্রুয়ারি মিলনের নিখোঁজের বিষয়ে তার বাবা সাতক্ষীরার তালা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই ব্যাপারে ৯ ফেব্রুয়ারি মিলনের দুলাভাই শরিফুল ইসলাম অভয়নগর থানায় মামলা করেন। মামলাটি পিবিআইয়ের এসআই স্নোহাশিষ তদন্ত করেন। ওইদিন খুলনার দৌলতপুর মাছবাজার ঘাট এলাকা থেকে আসামি শাহীন শিকদারকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তিতে অভয়নগর উপজেলার একতারপুর গ্রাম থেকে আব্দুস সালাম ও সুরাইয়াকে গ্রেপ্তারসহ ভুক্তভোগী আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল মিলনকে উদ্ধার করা হয়।
যশোর পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় আইনজীবী মিলনের হবু স্ত্রী প্রতারক রাবেয়া সুলতানা রিতুকে গত ১১ ফেব্রুয়ারি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১২ ফেব্রুয়ারি তাকে যশোর আদালতে হাজির করা হলে অপহরণের দায় স্বীকার করে জবানবন্দি দেন রিতু।
জাহিদ হাসান/আরএআর