নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

ঠাকুরগাঁও সদর উপজেলার কহড়পাড়া এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে নারগুন ইউনিয়নের কহড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহড়পাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে সিয়াম (৭) ও মনসুর আলীর ছেলে মাসুম (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, ছয়জন শিশু টাঙ্গন নদীতে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে দুইজন মারা যায়। আর বাকি চারজনকে দীর্ঘ সময় পর অক্ষত অবস্থায় পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী শাওন বলে, নিশাত, বড় সিয়াম, মাসুম, লামিম ও ছোট সিয়ামসহ আমরা ছয়জন মিলে টাঙ্গন নদীতে গোসল করতে যাই। কিছুক্ষণ গোসল করার পর ছোট সিয়াম ও মাসুম ডুবে যেতে শুরু করে। তাদের ডুবতে দেখে লামিম ও নিশাত সেখান থেকে পালিয়ে যায়। আমি আর বড় সিয়াম তাদের বাঁচাতে যাই। তাদের বাঁচাতে গিয়ে আমরাও ডুবে যেতে শুরু করি। পরে এক লোক এসে আমাদের বাঁচায়। ছোট সিয়াম ও মাসুম মারা যায়। পরে ভয়ে আমি অনেকক্ষণ গোপনে ছিলাম।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, ছয় বন্ধু মিলে কহড়পাড়া এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে যায়। পানিতে ডুবে দুইজন মারা গেছে। আর বাকি চারজনকে অক্ষত অবস্থায় পাওয়া যায়। তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছে।
এম এ সামাদ/আরএআর