খুলনা জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে প্রতারণা

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে অর্থ হাতিয়ে নিতে প্রতারণার ফাঁদ পেতেছে দুষ্কৃতকারীরা।
সোমবার (১৮ এপ্রিল) বিকেলে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এক বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খুলনার দাপ্তরিক মোবাইল ফোন নম্বর (০১৩২২......) ক্লোন পূর্বক অজ্ঞাত এক/একাধিক দুষ্কৃতকারী অর্থসহায়তা চেয়ে বিভিন্ন ব্যক্তিকে টেলিফোন বার্তা প্রদান করছে এবং অর্থ ০১৯৩৯...... নগদ/বিকাশ নম্বরে অর্থ প্রেরণের অনুরোধ জানাচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনের গোচরীভূত হয়েছে। এ বিষয়ে অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতোমধ্যে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে।’
এ পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তি অর্থসহায়তা চেয়ে জেলা প্রশাসনের বরাতে কোনো খুদে বার্তা (এসএমএস) বা টেলিফোন বার্তা দিলে তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা প্রশাসনের যেকোনো দায়িত্বশীল কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করেছে জেলা প্রশাসন।
মোহাম্মদ মিলন/এনএ