নারী কাউন্সিলরের বাড়িতে শিবিরের বৈঠক, আটক ১৮

মেহেরপুরে নারী ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে বৈঠকের সময় ১৭ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে মেহেরপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শিউলি আকতারের শহরের শেখপাড়ার বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় কাউন্সিলর শিউলি আকতারকেও আটক করা হয়েছে।
আটক শিবির কর্মীরা হলেন- মেহেদী হাসান, সাখাওয়াত হোসেন, জোবায়ের হাসান, আব্দুল্লাহ, হৃদয়, মাসুম, কামরুল ইসলাম নাহিদ, রাজু আহামেদ, আবুল হাসান, মাহাবুব, ইকবাল হোসেন, আবুল বাসার, সাইদুল ইসলাম, রোমান, আবু জাফর, খালিদ সাইফুল্লাহ ও আবুল বাসার।
মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা জানান, শহরের শেখপাড়ায় কাউন্সিলর শিউলি আক্তারের বাড়িতে শিবির কর্মীরা বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে সদর থানা ও ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। বৈঠক থেকে ১৭ জন শিবির কর্মীকে আটক করা হয়। পরে কাউন্সিলর শিউলি আকতারকেও আটক করা হয়েছে।
ওসি আরও জানান, নাশকতার উদ্দেশ্যে তারা বৈঠক করছিল। আটকদের অনেকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।
আরএআর