পাখির জন্য ভালোবাসা

‘পাখিদের নীড়ে সভ্যতার আকাশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভালোবাসা দিবসে পিরোজপুর ইয়ুথ সোসাইটি হাজারো পাখির বাসা তৈরির কার্যক্রম শুরু করেছে। পাখি রক্ষায় গাছের ডালে ডালে পাখিদের বাসা নির্মাণের জন্য মাটির কলস বেঁধে দেওয়া হয়েছে।
রোবাবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে সহস্র বিহঙ্গ নীড় নামে এই কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থানে পাখিদের অবাধ বিচরণের জন্য পর্যায়ক্রমে এক হাজার মাটির কলস বেঁধে দেওয়া হবে। যেখানে বাস করতে পারবে কয়েক হাজার পাখি।
পিরোজপুর ইয়ুথ সোসাইটি ও চৌধুরী ফাউন্ডেশন পিরোজপুরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রওশন ইসলাম, চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি তারিক রানা চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুসহ পিরোজপুর ইয়ুথ সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর ইয়ুথ সোসাইটির প্রধান সমন্বয়ক মো. হাসিবুল ইসলাম হাসান বলেন, ভালোবাসা দিবসে মানুষের জন্য শুধু ভালোবাসা নয়, প্রাণের জন্য প্রাণের ভালোবাসা ছড়িয়ে দেয়ার জন্যই এই আয়োজন। জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তির নানা ব্যবহারের কারণে দেশের বিভিন্ন স্থানে নানা প্রজাতির পাখি হারিয়ে যাচ্ছে। তাই এই পাখিদের রক্ষার জন্য জেলার বিভিন্ন স্থানে গাছে গাছে এক হাজার পাখির বাসা তৈরি করা হবে।
আবীর হাসান/আরএআর