টাঙ্গাইলে সন্ধ্যার পর বৃষ্টি, ধীরগতিতে চলছে যানবাহন

টাঙ্গাইলে সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টিতে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি বেড়েছে। মহাসড়কে পরিবহনের সংখ্যা বৃদ্ধি ও দ্রুতগতির যানবাহনগুলো বৃষ্টিতে ধীরগতিতে চলায় চাপ বেড়েছে। এতে ট্রাক ও মোটরসাইকেলে যাওয়া মানুষজন বৃষ্টিতে ভিজে বেশ ভোগান্তিতে পড়েছেন। তবে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনেই পরিবহনের বেশি চাপ রয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে পরিবহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে পরিবহন ধীরগতিতে চলাচল করছে।
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, মহাসড়কে পরিবহনের সংখ্যা বেশি থাকলেও স্বাভাবিক গতিতে চলাচল করছে। তবে সন্ধ্যার পর বৃষ্টি হওয়ায় যানবাহনগুলো সতর্কতার সাথে কম গতিতে চলাচল করছে।
তবে যারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছেন তারা বৃষ্টিতে চরম ভোগান্তির পাশাপাশি ঝুঁকি নিয়ে যাচ্ছেন। বৃষ্টিতে দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কাও রয়েছে।
অভিজিৎ ঘোষ/আরআই