সোনামসজিদ বন্দরে যাবে ট্রেন, জরিপ শুরু

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। সম্ভাব্যতা যাচাই শেষে মাঠপর্যায়ের জরিপের কাজ চলছে। এ উপলক্ষে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন ও প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, জরিপকাজে নিয়োজিত আইডব্লিউএমের প্রতিনিধিরা, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য কামাল হোসেনসহ অন্যরা।
এ সময় তারা প্রথমে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন ও পরে সোনামসজিদ স্থলবন্দরগামী সম্ভাব্য রেললাইনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং অব বাংলাদেশের (আইডব্লিউএম) সার্ভেয়ার সানোয়ার হোসেন বলেন, এখন থেকে আগামী তিন মাসে যেই স্থান দিয়ে রেললাইন যাবে, সেই স্থানগুলোর বিভিন্ন বিষয় ও উপাদান নিয়ে জরিপকাজ চলবে।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত ৩১ কিলোমিটার পথে যে ৩টি স্টেশন নির্মাণ করা হবে তার স্থান নির্ধারণ করা হচ্ছে।
সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, ‘আমরা বালিয়াডাঙ্গা, বারোঘরিয়া, মহারাজপুর ও নয়ালাভাঙ্গা চার ইউনিয়নের মধ্যস্থল কুপা মাঠ পরিদর্শন করেছেন জরিপকাজে নিয়োজিত সার্ভেয়াররা। এখানে জনসাধারণের সুবিধার জন্য রেলস্টেশন নির্মাণের সুপারিশ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জরিপকাজের মধ্য জনগণের দাবি পূরণ হতে চলেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিতে আসবে ব্যাপক উন্নয়ন।’
এ ছাড়া ভারত থেকে আমদানি করা পণ্য কম খরচে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ রেললাইন।
জাহাঙ্গীর আলম/এমএসআর