ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেনের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় কালেক্টরেট চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও ধলবাড়িয়া সর্বস্তরের ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও অপসারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, নুরুল ইসলাম, এন্তাজ আলী, বিষ্ণুপদ, শিক্ষক ইয়াছিন আলী, ওকালত হোসেন, বদিউজ্জামানসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান গাজী শওকত হোসেন পারিবারিকভাবে অসৎ। তার বাবার স্বাধীনতাবিরোধী ভূমিকার কারণে একাত্তরে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ যুদ্ধে মারা যায়। তাদের অতীত ও বর্তমান ভূমিকা দেশ ও সমাজ বিরোধী।
তারা আরও বলেন, সম্প্রতি দরিদ্র অসহায়দের তালিকা করতে গিয়ে চেয়ারম্যান গাজী শওকত ও তার লোকজনদের দুর্নীতি প্রকাশ পেয়েছে। তারা মৃত ব্যক্তির ভাতা আত্মসাত করেছে। নিজের মায়ের নাম জাল করে বয়স্ক ভাতার টাকা দীঘদিন ধরে আত্মসাত করছেন। আমরা চাই এই চিহ্নিত দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।
এসপি