ঢাকা পোস্ট হবে সত্য সংবাদের শেষ ভরসা

‘অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্ট হবে সত্য সংবাদের শেষ ভরসা ও আস্থাস্থল। সমাজের উন্নয়ন ও অসঙ্গতি তুলে ধরতে নিউজপোর্টালটি সাহসী ভূমিকা পালন করবে। ঢাকা পোস্ট সত্যনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে দ্রুত সময়ে মানুষের মনে জায়গা করে নেবে এই প্রত্যাশা করি।’
‘সত্যের সাথে সন্ধি’ স্লোগান নিয়ে সিরাজগঞ্জে অনলাইন নিউজপোর্টাল ঢাকাপোস্ট.কম এর উদ্বোধনী আয়োজনে বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের কলম সৈনিক মিডিয়া সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. হেলাল আহমেদের সভাপতিত্বে এবং দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার, আনসার ভিডিপির সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম সান্টু, সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জেহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, জাগো নিউজের জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, খোলাকাগজের জেলা প্রতিনিধি মো. আলমগীর কবির, প্রবীণ সাংবাদিক মো. নজরুল ইসলাম, টিএমএ হাসান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার পারভেজ জিকো, এসএম আব্দুল মান্নান, পৌর ছাত্রলীগের দপ্তরবিষয়ক উপ-সম্পাদক, সারাবাংলার জেলা প্রতিনিধি রানা আহমেদ, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়, ভোড়ের দর্পণের জেলা প্রতিনিধি এসএম আল-আমিন, সাংবাদিক মহির উদ্দিন, মিলন শেখ, মো. বাবুল আক্তার, শাহিন রেজা, ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শুভ কুমার ঘোষ/আরএআর