অচেতন হয়ে রাস্তায় ১২ ঘণ্টা, অবশেষে হাসপাতালে
১৭ মে ২০২২, ০২:২৪ এএম

অডিও শুনুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তার পাশে অচেতন হয়ে পড়েছিলেন অচেনা এক ব্যক্তি। ১২ ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় ইউনিয়ন পরিষদ সদস্য তাকে হাসপাতালে নিয়ে যান। সোমবার (১৬ মে) উপজেলার হোসেন্দীর ইউনিয়নের হোসেন্দী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে অচেনা এক ব্যক্তি (বয়স আনুমানিক ৪০) অচেতন হয়ে পড়ে থাকেন। সারা দিন স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে জাগাতে পারেননি। পরে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গ্রাম পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় যুবক জাহিদুল হক সোহাগ ঢাকা পোস্টকে জানান, ওই ব্যক্তি সকাল থেকে একই স্থানে অচেতন হয়ে পড়ে থাকেন। এলাকাবাসী অনেক চেষ্টা করেও লোকটিকে তুলতে পারেননি। পরে এলাকাবাসী ইউনিয়ন পরিষদে খবর পাঠালে ইউপি সদস্য এসে তাকে হাসপাতালে নিয়ে যান।
হোসেন্দী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো. সেলিম মিয়া ঢাকা পোস্টকে বলেন, এলাকাবাসী খবর দিলে আমি একজন গ্রাম পুলিশকে নিয়ে এসে লোকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছি। লোকটি বর্তমানে পাকুন্দিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।
এসকে রাসেল/এসএসএইচ