ধুনটে হরতাল প্রত্যাহার

বগুড়ার ধুনট পৌর এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ডাকা বুধবারের (১৭ ফেব্রুয়ারি) হরতাল প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ এ ঘোষণা দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (১৩ ফেব্রুয়ারি) ধুনটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা করেন। এর মধ্যে একটি মামলায় ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহকে প্রধান আসামি করা হয়। এতে মেয়র সমর্থকরা ক্ষুব্ধ হন। তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। মঙ্গলবার বিকেলে হরতালের আহ্বানে মেয়র সমর্থকরা প্রচারণা চালান।
এদিকে হরতাল প্রত্যাহারের জন্য উদ্যোগ নেন ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। তার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধুনট বাজারের চারমাথায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ওসি কৃপা সিন্ধু বালা বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সময় ধুনটের মানুষের জান মালের নিরাপত্তার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ভূমিকা রেখেছি। এর একটি মামলায় ধুনট পৌরসভার মেয়রকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে। তদন্তে পৌর মেয়র অভিযুক্ত না হলে তার নাম মামলা থেকে প্রত্যাহার করে নেওয়া হবে।
ওসির আশ্বাস পাওয়ার পর সমাবেশে বক্তব্য দেন মেয়র এজিএম বাদশাহ। তিনি বলেন, নির্বাচনে হেরে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছেন। শনিবারের ঘটনা ধুনটবাসীর সামনে হয়েছে। ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে, যা ধুনটবাসী মেনে নেবেন না। যে কারণে বুধবারের হরতাল ডাকা হয়। প্রশাসন সুষ্ঠু তদন্ত করবে। আমি জড়িত না থাকলে মামলা থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ কারণে আমরা হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিলাম।
সাখাওয়াত হোসেন জনি/এসপি