ভ্যান শ্রমিকদের তরমুজ খাওয়ালেন এমপি জগলুল

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এবার ভ্যান শ্রমিকদের তরমুজ খাওয়ালেন তিনি। শুক্রবার (২০ মে) বিকেল ৫টায় শ্যামনগর সদরে পশু হাসপাতাল চত্বরে শ্রমিকদের সঙ্গে এক মতবিনিমিয় সভা শেষে তাদের তরমুজ খাওয়ান তিনি।
শ্যামনগর আসনের সংসদ সদস্য জগলুল হায়দার বলেন, আমি সব সময় সাধারণ মানুষদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। তারই ধারাবাহিকতায় আজ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা ছিল। সভা শেষে মৌসুমি ফল খাইয়ে সবাইকে তৃপ্তি দিয়েছি।
বাদঘাটা ইয়ং স্টার ক্লাবের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, ইউপি সদস্য এসকে সিরাজ, দেলোয়ারা বেগম প্রমুখ।
মাথায় মাটির ঝুড়ি, রাতের অন্ধকারে কারও বাড়িতে মুরগি নিয়ে যাওয়া, পানিতে নেমে শেওলা পরিষ্কার করাসহ নানা কর্মকাণ্ডের ছবি ও ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকেন এমপি জগলুল হায়দার।
আকরামুল ইসলাম/এসপি