মির্জা ফখরুলকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনা মেধা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে দেশের উন্নয়ন করছেন। এই উন্নয়নের ধারায় ২০৩১ সালের মাঝেই বাংলাদেশ একটি উন্নত দেশ হবে। শেখ হাসিনা এই সময়ে দেশে যত উন্নয়ন করেছেন আগামী ১০০ বছরেও কেউ তা করতে পারবে না। বিএনপি-জামায়াত এই উন্নয়নকে ভণ্ডুল করতে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
শনিবার (৪ জুন) দুপুরে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, এখন বিএনপি স্লোগান দিচ্ছে ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’। এই স্লোগান দিয়ে তারা স্বীকার করেছে পঁচাত্তরের হত্যাকাণ্ড তাদের মাধ্যমে হয়েছিল। এখন শেখ হাসিনাকে খুনের জন্য তারা এই স্লোগান দিচ্ছে। এ ব্যাপারে মির্জা ফখরুলকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্বাচনে আসুন। জনগণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ফয়সালা করবে। আর জনগণ যদি আপনাদের প্রতিহত করে, তাহলে আপনাদের কোনো অধিকার নেই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার। দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে আমরা আপনাদেরকে উচিত শিক্ষা দেব।
হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মোতালিবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য ডা. মুশফিক হুসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী।
সম্মেলন শেষে সমঝোতার মাধ্যমে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এম এ মোতালিবকে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
আরএআর