তৃণমূলে যাচ্ছে কারিগরি শিক্ষা : রাসিক মেয়র

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে যাচ্ছে কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা। জনশক্তিকে মানবসম্পদে পরিণত করতে সরকারের এই উদ্যোগ।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরের দিকে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে করণীয় নির্ধারণে আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তিনি।
বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এই আয়োজন ছিল। তাতে প্রধান অতিথি ছিলেন মেয়র লিটন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে। জেলা শহরে পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে। বিভাগীয় শহরে আরও উচ্চতর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগ কারিগরি শিক্ষাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতেই। আমরা সরকারের এই উদ্যোগের সাথে আছি।
মেয়র আরও বলেন, এক সময় বাংলাদেশের এই বিপুল সংখ্যক মানুষকে দেশের বোঝা মনে করা হতো। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, মানুষ বোঝা নয়, দেশের সম্পদ। তার নেতৃত্বে বর্তমান সরকার কারিগরি শিক্ষার মাধ্যমে জনশক্তিকে মানবসম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছে। বিপুল সংখক জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষার মাধ্যমে প্রশিক্ষিত করে বিদেশে পাঠানো গেলে দেশের রেমিটেন্স ৫ গুণ বৃদ্ধি পাবে।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ মল্লিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের (প্রশাসন) যুগ্ম-সচিব ড. মো. আয়াতুল ইসলাম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় রংপুরের সংযুক্ত কর্মকর্তা আবু হামেদ মো. জাকারিয়া শাহীদ।
ফেরদৌস সিদ্দিকী/আরআই