বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন না করেই মেরামতের চেষ্টা, দুজনের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলার রাধাকানাই ইউনিয়নের গাংবড়াইল গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন আব্দুল কাদের (৭৪) ও আব্দুল খলিল (৪০)। তাদের বাড়ি ওই ইউনিয়নের গাংবড়াইল গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, শনিবার দুপুরে ঝড়বৃষ্টির সময় গাংবড়াইল গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে আব্দুল কাদেরের বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে পাশের একটি খালের পানিতে পড়ে। পরে স্থানীয় কারিগর খলিলকে খবর দিলে তিনি এসে বিদ্যুতের লাইন মেরামত শুরু করেন।
এ সময় সংযোগ বিচ্ছিন্ন না করেই বিদ্যুতের তার জোড়া দিতে গেলে পানিতে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান খলিল।
এ সময় তাকে বাঁচাতে দৌড়ে যান কাদের। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
উবায়দুল হক/এনএ