চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিলেন কাদের মির্জা

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, নোয়াখালী

২০ জুন ২০২২, ০২:৩৯ পিএম


চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিলেন কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। সোমবার (২০ জুন) দুপুর ২টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

কাদের মির্জার সফরসঙ্গী মির্জা মাশরুর কাদের তাশিক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবা শারীরিকভাবে অসুস্থ। তাই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি। এছাড়া গ্যাস্ট্রোলজিস্ট ও হেমাটোলজিস্ট দেখাতে হবে।

তাশিক আরও বলেন, স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে। পরিবার ও দলের পক্ষ থেকে সকলের কাছে মহান আল্লাহ দরবারে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, আবদুল কাদের মির্জা বসুরহাট পৌরসভার চারবারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘অপরাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে সত্য বচনের’ কারণে তিনি জাতীয়ভাবে বেশ আলোচিত হন।

হাসিব আল আমিন/এসপি

Link copied