এক বছরে রাকাবের মুনাফা ৪৪ কোটি

গত এক বছরে ৪৪ কোটি ৮০ লাখ টাকা মুনাফা করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। আগের বছরের ৩ কোটি ১০ লাখ টাকা লোকসানও কাটিয়ে উঠেছে কৃষকের ব্যাংক খ্যাত রাকাব। ২০২১-২০২২ অর্থ বছর শেষে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাকাবের জনসংযোগ দপ্তর।
রাকাব জনসংযোগ দপ্তর জানিয়েছে, ৩ কোটি ১০ লাখ টাকা লোকসান নিয়ে ২০২০-২১ অর্থবছর শেষ করেছিল রাকাব। লোকসান কাটিয়ে ২০২১-২২ অর্থবছরে শেষে মুনাফা দাঁড়িয়েছে ৪৪ কোটি ৮০ লাখ টাকা।
এক বছর আগেও রাকাবের লোকসান ছিল ৪৮৪ কোটি ৪৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে ২১১ কোটি ৭৯ লাখ টাকা কমে নিট লোকসান দাঁড়িয়েছে ২৭২ কোটি ৬৪ লাখ টাকায়।
রাকাব সূত্র জানায়, মূলত বিশেষায়িত ব্যাংক রাকাব। বিতরণকৃত ঋণের বড় অংশ স্বল্প সুদের কৃষিঋণ। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের বিশেষ ঋণ, ১০ টাকার হিসাবধারীদের ঋণ ও কোভিডকালীন সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় স্বল্প সুদে বিভিন্ন ধরনের ঋণ দিচ্ছে রাকাব। পাশাপাশি সরকারের বিভিন্ন সেবামূলক কর্মসূচিও পালন করছে। তা সত্ত্বেও এই মুনাফা অর্জন করেছে উত্তরের এই বিশেষায়িত ব্যাংক।
মুনাফা ধরে রাখার পাশাপাশি রাকাবকে স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করতে বছরের শুরুতেই কর্মপরিকল্পনা নিয়েছিল ব্যাংক ব্যবস্থাপনা। এই পরিকল্পনা বাস্তবায়নে নানা দিক নির্দেশনাও ছিল।
এই অর্জন ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর নিরলস পরিশমের ফল। আর এই কাজ সহজ করে দিয়েছে রাকাবের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবিত নানা কৌশল।
রাকাবের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান জানিয়েছেন, ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্বপালন করেছেন। তাছাড়া ব্যাংক ব্যবস্থাপনার সার্বিক দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতা ছিল। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবস্থাপনা পরিচালক।
এই সাফল্যে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান রাকাব চেয়ারম্যান রইছউল আলম মণ্ডল। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।
ফেরদৌস সিদ্দিকী/আরআই