নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু, পরিবার পেল ১০ লাখ টাকা

পটুয়াখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা প্রদান করেছে নির্বাচন কমিশন। বুধবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে জেলা নির্বাচন অফিসে হুমায়ুন কবিরের স্ত্রী মোসা. তহমিনা বেগমের হাতে সহায়তার চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির।
এ সময় হুমায়ুন কবিরের তিন মেয়ে মোসা. তানিয়া হুমায়রা, ইসরাত জাহান মুক্তি ও সুরাইয়া তাসনিম এবং জামাতা মো. নাজমুল হাসান উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসনের কল্যাণ তহবিল থেকে ৮ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছিল।
পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খানের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. খালিদ বিন রউফ, নবাগত সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুার রহমান, রাঙ্গাবালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর মির্জাগঞ্জে দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান। তিনি মির্জাগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরে ফিল্ড সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
আরএআর