সাতক্ষীরায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালীতে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন (৩০) টেংরাখালি গ্রামের আবুল সরকারের ছেলে। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, রমজাননগর ইউনিয়নের ৮নং ইউপ সদস্য আব্দুল হামিদ লাল্টু ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারী গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমির হোসেন নামের একজন মারা গেছেন। তিনি সাবেক ইউপি সদস্য আব্দুল বারী গ্রুপের সদস্য।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, সংঘর্ষের মূল কারণ এখনো জানতে পারিনি। তবে প্রাথমিকভাবে জেনেছি, ফ্যান মেরামতকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত। এরপর সাবেক ও বর্তমান ইউপি সদস্যের গ্রুপের মধ্যে সেটি ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানার পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, সাবেক ইউপি সদস্য গ্রুপের একজন নিহত হয়েছেন। আহতরা শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় কেউ অভিযোগও দেয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আকরামুল ইসলাম/ওএফ