আর্থিক সহায়তা পেলেন ময়মনসিংহের ৬৭ সাংবাদিক

করোনাকালীন পরিস্থিতিতে ময়মনসিংহের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার (দ্বিতীয় পর্যায়) চেক হস্তান্তর করা হয়েছে। জেলার ৬৭ জন সাংবাদিক এ সহায়তা পেয়েছেন।
শনিবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান।
এসময় এমইউজের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইউসুফ খান পাঠান বলেন, এমন কোনো সেক্টর নেই যেখানে প্রধানমন্ত্রীর নজর নেই। দেশের উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন, এই সাহসী পথচলায় তার কাছের সঙ্গী হচ্ছেন গণমাধ্যমকর্মীরা। তাই সবসময় তাদের সুখে-দুঃখে তিনি পাশে থাকার চেষ্টা করেন।
উবায়দুল হক/এমএএস