আজকের সর্বশেষ
- লক্ষ্মীপুর ২ উপনির্বাচন : বিএনপির মনোনয়নে এগিয়ে আবুল খায়ের
- মেয়রের গাড়িতে বাসের ধাক্কা, স্ত্রী-ছেলেসহ নিহত ৩
- হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা বদলে যাবজ্জীবন
- বিদ্যুতের খুঁটি নিয়ে আতঙ্কে গ্রামবাসী
- নির্মাণাধীন ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু
- বাংলাদেশে মোদির আগমন ঠেকানোর ঘোষণা বাম ছাত্র সংগঠনের
- সেপটিক ট্যাঙ্কে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু
- টিকা দেওয়ার ক্ষেত্রে অষ্ট্রেলিয়ার থেকেও এগিয়ে বাংলাদেশ
- আ.লীগ সরকারের উন্নয়ন দেখে দল বদলের সিদ্ধান্ত নিয়েছি
- ৭ মার্চের ভাষণ উপলক্ষে চীনে বাংলাদেশ দূতাবাসের ওয়েবিনার
- আ.লীগের কর্মসূচিতে বাধা, দুই পুলিশ কর্মকর্তা ক্লোজড
২৪ বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০০

মিয়ানমার থেকে ফেরত আসা ২৪ বাংলাদেশি
বিভিন্ন সময় মিয়ানমার সীমান্ত দিয়ে আটক হয়ে সেদেশের কারাগারে থাকা ২৪ বাংলাদেশিকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মিয়ানমারের অভ্যন্তরে চার নম্বর বিজিপি ব্রাঞ্চে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল ফয়সাল হাসান খানসহ ৯ সদস্য ও মিয়ানমারের প্রতিনিধিত্ব করেন চার নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের কমান্ডিং অফিসার জু লিন অংসহ ৭ সদস্য।
সাজা শেষে আসা বাংলাদেশিরা হলেন, রাঙামাটি জেলার কাউখালী ধুবুয়া লামাপাড়ার চাইরুই মারমার ছেলে পাইসেহলা, একই এলাকার টুইকাহার সানসুর ছেলে মংচিং মারমা, কুলারপাড়ার থৈইনুর ছেলে থৈঅংরী মারমা।
কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যং উত্তরপাড়া এলাকার মোহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে জুনায়েদ, উলুবুনিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে রুবেল, লম্বাবিল এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে আব্দুল কাদের (৫০), একই এলাকার জাকির আহমেদের ছেলে অলি আহমেদ (৩১), দমদমিয়া এলাকার করিমুল্লাহর ছেলে রহমত উল্লা (১৭), শাহপরীরদ্বীপ উত্তর পাড়ার লাল মিয়ার ছেলে এনায়েত উল্লাহ, একই এলাকার মৃত জালাল আহমেদের ছেলে সিরাজুল্লাহ, আবদুর শুক্কুরের (মিজি) ছেলে মোহাম্মদ আয়েস।
নাইক্যংপাড়া এলাকার মোহাম্মদ শরীফের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩৫), বড়তলী এলাকার আমানুল্লাহর ছেলে মোহাম্মদ সলিম (২০), হ্নীলা এলাকার মো.হুসাইনের ছেলে ইমান হুসাইন (১৯), আলীপাড়া এলাকার মৃত মীর আহমেদের ছেলে নুরুল আলম, বান্দরবান জেলার কুহালং এলাকার ক্যচিং মংয়ের ছেলে চাই চাই প্রু মারমা, একই এলাকার জহির আহমেদের ছেলে মোহাম্মদ সাদেক (২০) এবং উথেইসেনের ছেলে পুকুয়েটসে (৩৫)।
রাজশাহীর পুঠিয়া ঝলমলিয়া মধুখালী দমদমিয়া এলাকার ইয়াসিনের ছেলে মো. সাবুর (২৫), রাঙামাটির কাউখালী পূর্ব সোনাইছড়ি এলাকার চাই থৈয়াইউ মারমার মেয়ে মিস অঞ্জনা মারমা, একই এলাকার আগ্রা মারমার ছেলে উচিংনু মারমা, কাশখালী পশ্চিম মোনাইপাড়া এলাকার থৈসামং মারমার ছেলে কংচিংউ মারমা, দুসরী পাড়া এলাকার উশোপ্রু মারমার ছেলে সাথোয়াইমং মারমা, পাওপাড়া এলাকার মংসা মারমার ছেলে থৈয়াইপ্রু অং মারমা।
মিয়ানমার থেকে ফিরে প্রেস ব্রিফিংয়ে ২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল ফয়সাল হাসান খান বলেন, স্বাভাবিক পন্থায় তাদের ফেরত আনা হয়েছে। তারা সেখানে বিভিন্ন মেয়াদে সাজাভূক্ত ছিল। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, ফেরত আনা ২৪ জনের মধ্যে ৬ জন অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আটক হয়। বাকিরা টেকনাফ বান্দরবানের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে আটক হয়েছিল।
মুহিববুল্লাহ মুহিব/এসপি
সারাদেশ এর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়

মোটরসাইকেল বিষয়ে পুলিশ সদস্যদের ওপর নতুন নিষেধাজ্ঞা

ফেসবুক ভেরিফায়েড করবেন যেভাবে

দুবাইয়েও আছে শ্রমের বাজার, বিক্রি হন বাংলাদেশিরা

রিট খারিজ, ৪৮ হাজার শিক্ষককে যেতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে

ফেসবুকে বিক্রি হচ্ছে অ্যামাজন বন!

ফিঙ্গারপ্রিন্ট শুরু, আগামী সপ্তাহেই ড্রাইভিং লাইসেন্স বিতরণ
