কুষ্টিয়ায় প্লাস্টিক ও কসমেটিক সামগ্রীর গোডাউনে আগুন

কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি প্লাস্টিক ও কসমেটিক সামগ্রীর গোডাউনে এ আগুন লাগে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনো ফায়ার সার্ভিসের কুষ্টিয়া ও কুমারখালী অফিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুনের লেলিহান শিখায় ওই এলাকার আকাশ অন্ধকার হয়েছে।
ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্লাস্টিক ও কসমেটিক সামগ্রীর ব্যবসা করেন। তিনি আজিজুর রহমানের কাছ থেকে গোডাউনটি ভাড়া নিয়ে সেখানে গ্যাস লাইট, বল, চিরুনিসহ প্লাস্টিক ও কসমেটিক সামগ্রী গোডাউন হিসেবে ব্যবহার করতেন।
জাহাঙ্গীর আলমের ওই গোডাউনের (ব্যবসা প্রতিষ্ঠান) নাম জাহাঙ্গীর স্টোর। জাহাঙ্গীরের বড় ভাই বলেন, গোডাউনটিতে তালা দেওয়া ছিল। আমার ভাই সেখানে প্লাস্টিক ও কসমেটিক সামগ্রী স্টোর করে রাখতেন এবং পাইকারি বেচাকেনা করতেন। বহু টাকার জিনিসপত্র ওই গোডাউনে ছিল।
স্থানীয়রা জানিয়েছেন, বড় বাজারের সাঝিপট্টি মসজিদের বিপরীতে আজিজুর রহমানের একটি ভবনের দ্বিতীয় তলায় এখানে একটি প্লাস্টিক ও কসমেটিক সামগ্রীর পাশাপাশি চিরুনি, বল, গ্যাস লাইট সংরক্ষিত ছিল।
কুষ্টিয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিকেল চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়। আমরা সাড়ে চারটার মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করি। এখনো কাজ চলছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ ভেতরে আবদ্ধ কিনা তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত পরে বলা সম্ভব হবে।
রাজু আহমেদ/এমএএস